খুলনা বিভাগে ২৪ ঘন্টায় এন্টিভেনম দিবে ইনসেপ্টা

 

সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি খুলনা বিভাগে ইনসেপ্টা ফার্মার চারটি ডিপো থেকে এখন ২৪ ঘণ্টা এন্টিভেনম পাওয়া যাবে। সপ্তাহের সাত দিন, যেকোনো সময় এই জরুরি ওষুধ কিনতে পারবেন রোগীর স্বজনরা।

কুষ্টিয়া ডিপো:
ঠিকানা – দাদাপুর সড়ক, আলফার মোড়, সদর, কুষ্টিয়া।
কভারেজ এলাকা – কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং পাংশা ও কালুখালী উপজেলা।
যোগাযোগ – মো. শাহজাহান, ডিপো ম্যানেজার (01713-364684)।

মাগুরা ডিপো:
ঠিকানা – কেশব মোড়, সদর, মাগুরা।
কভারেজ এলাকা – মাগুরা জেলা (পাংশা ও কালুখালী ব্যতীত), রাজবাড়ী জেলা, ফরিদপুরের সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারি, মধুখালি, চরভদ্রাসন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা।
যোগাযোগ – মো. রফিকুল ইসলাম ( 01716-649594), জালাল উদ্দিন ফিরোজ (01714-165709), মাহফুজুল হক পলাশ (01725-079770)।

যশোর ডিপো:
ঠিকানা – শহীদ মশিউর রহমান সড়ক, নতুন খয়েরতলা, পালবাড়ি, যশোর।
কভারেজ এলাকা – যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলা (তালা উপজেলা বাদে)।
যোগাযোগ – মো. আকতার আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার ( 01713-380074)।

খুলনা ডিপো:
ঠিকানা – প্লট-৭৬, ৭৭, রোড-১৮, সেন্ট্রাল ব্লক, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা।
কভারেজ এলাকা – খুলনা ও বাগেরহাট জেলা এবং সাতক্ষীরার তালা উপজেলা।
যোগাযোগ – স্টোর ইনচার্জ (01916-109083)
ডিপো ইনচার্জ (01714-165708)।

জনস্বার্থে প্রচারিত এ তথ্যটি জানিয়েছেন- সুকর্ণ আহমেদ
উপপরিচালক,ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) বিভাগীয় কার্যালয়, খুলনা।

বিশেষজ্ঞরা বলছেন, সাপে কাটলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। প্রাথমিক চিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত এন্টিভেনম নিশ্চিত করতে পারলেই অনেক জীবন বাঁচানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *