নহাটা — এক শান্ত, প্রাণবন্ত ও সম্ভাবনাময় জনপদ। এই জনপদের প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি স্মৃতি আমাদের গর্ব। “পজিটিভ নহাটা” শুরু করার মূল উদ্দেশ্য একটাই — নহাটার সব সুন্দর দিক, ইতিহাস, ঐতিহ্য, প্রতিভা ও মানবিক কাজগুলোকে একত্রে তুলে ধরা।
আমাদের এই পোর্টালে আপনি পাবেন নহাটার প্রতিটি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর এক জায়গায় — যাতে প্রয়োজনের মুহূর্তে সময় নষ্ট না করে সরাসরি সহায়তা পাওয়া যায়।
তরুণদের জন্য রয়েছে ফ্রি দক্ষতা উন্নয়ন কোর্সের ভান্ডার, যেখানে তারা সহজেই নিজেদের যোগ্যতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে।
আমরা সংরক্ষণ করছি নহাটার ইতিহাস, ঐতিহ্য, স্মরণীয় ব্যক্তি ও স্থানসমূহের তথ্য, যাতে নতুন প্রজন্ম জানতে পারে তাদের শিকড়, তাদের গর্বের ইতিহাস।
সবচেয়ে বড় কথা — আমরা প্রচার করি কল্যাণমুখী সংবাদ ও ইতিবাচক তথ্য। রাজনীতি বা নেতিবাচকতা নয়; আমরা বিশ্বাস করি, পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে ইতিবাচক ভাবনায়।
নহাটার প্রতিটি ভালো উদ্যোগ, প্রতিটি সৎ মানুষ, প্রতিটি সাফল্যের গল্প — পজিটিভ নহাটার পাতায় স্থান পাবে গর্বের সাথে।
আমরা চাই, আপনি শুধু পাঠক নন — এই উদ্যোগের অংশীদার হোন। একসাথে গড়ি একটি সচেতন, অনুপ্রেরণামূলক ও ইতিবাচক নহাটা।
▫️শিমুল পারভেজ
সম্পাদক,পজিটিভ নহাটা
