নহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প: অপারেশন পরবর্তী পর্যবেক্ষণ আজ

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় আজ (২৫ সেপ্টেম্বর) ৩৪ জন রোগীর ছানি অপারেশন পরবর্তী পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। খুলনার বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালের প্রতিনিধিরা সরেজমিনে এসে রোগীদের চোখের অবস্থা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এর আগে গত ২৪ আগস্ট নহাটায় অনুষ্ঠিত এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে পরীক্ষা করে চিকিৎসা সেবা দেওয়া হয়। ওই ক্যাম্প থেকে নির্বাচিত ৩৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনার বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালে বিনামূল্যে পাঠানো হয়। ২৫ আগস্ট সবার সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ার পর ২৬ আগস্ট হাসপাতালের বিশেষ বাসযোগে রোগীদের নহাটায় ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশন (অস্ট্রেলিয়া)-এর অর্থায়ন এবং খুলনার বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS)।

এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ বিনামূল্যে মানসম্মত চক্ষু সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *