মাগুরার মহম্মদপুরে শিক্ষার্থীদের নিয়ে ম্যারাথন ইভেন্ট ৪ অক্টোবর
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ৪ অক্টোবর ২০২৫, শনিবার একটি ব্যতিক্রমী “ম্যারাথন ইভেন্ট” অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা ধোয়াইল স্কুল থেকে শুরু হয়ে শেষ হবে আমিনুর রহমান কলেজে।
২৫০ জন শিক্ষার্থীর জন্য নির্ধারিত এই ম্যারাথনে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। আয়োজক সংস্থা পাইওনিয়ার’স অফ মহম্মদপুর এবং পৃষ্ঠপোষক ড. আলী আফজাল ফাউন্ডেশন জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলের জন্য থাকবে সৌজন্য জার্সি। এছাড়া প্রথম থেকে ৩০তম স্থান অর্জনকারীরা পাবেন মেডেল এবং প্রথম ১০ জন পাবেন মেডেলের পাশাপাশি আকর্ষণীয় গিফট।
আয়োজকরা আশা করছেন, এই ইভেন্ট শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
